February 2020

মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হলেন মুহিদ্দীন ইয়াসিন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) দেশটির রাজা পাহাংয়ের সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহ তাকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেন। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় আগামীকাল রবিবার তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে  গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মাহাথির মোহাম্মদ। তবে প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন রাজা।
প্রধানমন্ত্রী বাছাইয়ে পার্লামেন্টের ২২২ এমপির সঙ্গে সাক্ষাৎকার নেন রাজা। দুই দশক ধরেই ক্ষমতার লড়াইয়ে মুখোমুখি ছিলেন মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহীম। তবে আনোয়ার ইব্রাহীমকে পাশ কাটিয়ে প্রধানমন্ত্রী হলেন মুহিদ্দীন ইয়াসিন।

পৃথিবীতে ইলিশ আহরণকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন শীর্ষে। বিশ্বে মোট ইলিশ উৎপাদনের ৮০ শতাংশ আহরণ করে বাংলাদেশ। ইলিশের বিচরণ এখন শুধু চাঁদপুর, বরিশাল এবং ভোলাতেই সীমাবদ্ধ নয়, রাজশাহী, রংপুর এবং বৃহত্তর সিলেটের বিভিন্ন নদ নদী ও হাওড়েও পাওয়া যাচ্ছে জাতীয় মাছ ইলিশ।
জাতীয় সংসদের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এসব তথ্য জানা গেছে। বৃহষ্পতিবার (২৭ ফেব্রুয়ারি) কমিটির দশম বৈঠক সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। এতে কমিটির সদস্য নাজমা আকতার, শামীমা আক্তার খানম এবং কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন।
বৈঠকের শুরুতে গবেষণা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট (বিএফআরআই) একুশে পদকে ভূষিত হওয়ায় কমিটির পক্ষ থেকে প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানানো হয়। এরপর ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সরকার তথা মন্ত্রণালয়ের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা হয়। এসময় ইলিশের উৎপাদন আরো বাড়বে বলে কমিটি আশা প্রকাশ করে।
জেলেদের জালে ইলিশ। ছবি: ফাইল।
বৈঠকে বর্তমান সরকারের অন্যতম এই সাফল্য ধরে রাখতে ও এগিয়ে নিতে ‘সামুদ্রিক মৎস্য বিল, ২০২০’ পরবর্তী বৈঠকে পরীক্ষাপূর্বক রিপোর্ট তৈরির সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে মৎস্য অধিদপ্তরে ২০১৮-১৯ অর্থ বছরে বাজেট বরাদ্দের পরিমাণ, প্রতিষ্ঠান ভিত্তিক ব্যয়ের পরিমাণ এবং অধিদপ্তরের কাজের সফলতা ও অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার সাভার, এর জনবল নিয়োগ এবং হালনাগাদ অগ্রগতি পর্যালোচনা করা হয়।
বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালায়ের সচিব, বিভিন্ন সংস্থার প্রধানগণসহ মন্ত্রণালয় এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত বছর সেপ্টেম্বরের শেষের দিকে ব্যবসায়িক কাজে নরসিংদীর বাগদী এলাকায় গিয়েছিলেন তপন তালুকদার টুকু নামে এক ব্যবসায়ী। সঙ্গে ছিলেন আরও তিনজন। সারা দিন কাজ সেরে বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকায় ফেরার প্রস্তুতি নিয়েছিলেন। চলে এসেছিলেন নরসিংদী রেলওয়ে স্টেশন পর্যন্ত। হঠাৎ একটি ফোন। অন্য প্রান্ত থেকে এক নারীর কণ্ঠ। ব্যবসার প্রস্তাব। লোভ সামলাতে পারেননি তিনি। ফোনে দেওয়া ঠিকানা অনুযায়ী লাভের আশায় ওই সময় তিনি ঢাকায় না এসে চলে যান বাগদীর দোতলা একটি বাড়িতে। গিয়ে দেখেন আগে যে বাড়িটিতে তিনি গিয়েছিলেন তার পাশেই ওই বাড়ি। ড্রইং রুমে বসতেই আসেন এক নারী। পরিচয়ের পর তিনি অন্য রুমে চলে যান। ঠিক ওই সময় টুকুদের কাছে এসে সোফায় বসেন চারজন সুন্দরী নারী। পর্যায়ক্রমে ওই নারীরা তাদের কাছে ঘেঁষার চেষ্টা করেন। কিছু সময় পর সামনে আসেন এক ব্যক্তি। অভিযোগ, টুকুরা ওই নারীদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। বলা হয়, এগুলো ভিডিও করে রাখা হয়েছে। তাদের কোনোভাবেই যেতে দেওয়া হবে না। পুলিশ আসছে। হতবিহ্বল হয়ে পড়েন টুকুসহ চারজন। একপর্যায়ে তাদের কাছে ১০ লাখ টাকা দাবি করে পাপিয়া গ্যাং। নইলে থানায় শ্লীলতাহানির মামলা। কোনো উপায় না পেয়ে টুকুরা তাদের সঙ্গে থাকা ২০ হাজার টাকা দিয়ে দেন। তবে কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ আসেনি। শুরু হয় আমানুষিক নির্যাতন। টানা দুই দিন নির্যাতন শেষে ব্যাংকের মাধ্যমে ২ লাখ ৬০ হাজার টাকা পরিশোধের পর মুক্তি মেলে ভুক্তভোগী টুকুদের। এ তো গেল মাত্র একটি ঘটনা। এই ভুক্তভোগী টুকু অভিযোগ করতেও গিয়েছিলেন রাজধানীর বিমানবন্দর থানায়। তবে থানা কর্তৃপক্ষ ঘটনার স্থান নরসিংদী হওয়ায় ওই অভিযোগ গ্রহণ করেনি। পরামর্শ দিয়েছে নরসিংদীতে যোগাযোগ করতে। এমন অসংখ্য ভুক্তভোগী রয়েছেন যারা যুব মহিলা লীগের সদ্যবহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া গ্যাংয়ের শিকার হয়েছেন। তাদের মৌখিক ও লিখিত অভিযোগের সংখ্যা রীতিমতো পাহাড়সম বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্র। এরই মধ্যে তাদের অনেকেই আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করেছেন। তবে তাদের বেশির ভাগই সামাজিক মর্যাদা ক্ষুণ হওয়ার আশঙ্কায় লিখিত অভিযোগ জমা দেননি।
গত বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) আবদুল বাতেন এক সংবাদ সম্মেলনে বলেছেন, পাপিয়ার বিরুদ্ধে যে কোনো ভুক্তভোগী অভিযোগ করতে পারেন। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে জড়িত প্রমাণ পেলে পাপিয়া দম্পতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তদন্তসংশ্লিষ্ট সূত্রে আরও একটি অভিযোগের বিষয়ে জানা গেছে, নরসিংদীতেই গ্রামের বাড়ি এক ব্যবসায়ীর। পরিবার নিয়ে বসবাস করেন রাজধানীর একটি অভিজাত এলাকায়। পাপিয়া তার পূর্বপরিচিত। তখনো তিনি পাপিয়ার অন্য চরিত্র সম্পর্কে অবহিত না থাকায় তার আমন্ত্রণে সরল বিশ্বাসেই গিয়েছিলেন বাগদীর বাসায়। ড্রইং রুমে চলছিল গল্প-আড্ডা। কিছু সময় পর পাপিয়া অন্য কক্ষে যাওয়ার পরই সেখানে আসেন দুই সুন্দরী যুবতী। হঠাৎ করেই চলে যায় বিদ্যুৎ। দুই যুবতী তার কাছে এসে তাকে জোর করে জড়িয়ে ধরেন। জোর করেও ওই ব্যক্তি তাদের সরাতে পারছিলেন না। কিছু সময়ের মধ্যেই বিদ্যুৎ চলে আসায় দেখেন এক ব্যক্তি তাদের ছবি ওঠাচ্ছে। ঘটনাস্থলে আবারও পাপিয়ার আগমন। সঙ্গে তার স্বামী মফিজুর রহমানব চৌধুরী ওরফে মতি সুমন। ইন্টারনেটে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে হাতিয়ে নেন ৫ লাখ টাকা। পরে বিভিন্ন সময় তাকে জিম্মি করে হাতিয়ে নেন বিভিন্ন সুযোগ-সুবিধা। তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘পাপিয়ার শিকার এমন অনেকের বিষয়েই আমরা জানতে পেরেছি। আমরা পর্যায়ক্রমে তাদের সঙ্গে কথা বলব। আসলেই কি তারা ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়েছেন, নাকি স্বেচ্ছায় পাপিয়ার ডেরায় গিয়েছিলেন।’
জানা গছে, মফিজুর দম্পতির প্রতারণার শিকার ব্যবসায়ী, সাধারণ মানুষ ও অনৈতিক কাজে বাধ্য হওয়া মেয়েরা ‘মুখ খুলতে’ শুরু করেছেন। র‌্যাবের হাতে গ্রেফতারের পর পাপিয়া দম্পতির প্রতারণার শিকার মেয়েরা পাপিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। কীভাবে তাদের এই পথে এনেছেন পাপিয়া, সবিস্তারে তার বর্ণনা করেছেন।
ব্যবসায়ী টুকুর অভিযোগের বিষয়টি স্বীকার করে গতকাল বিকালে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ঘটনা শোনার পর পাপিয়া ও তার স্বামীকে টুকুর মুখোমুখি করা হয়েছিল। তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। তবে ঘটনা যেখানে ঘটেছে সেই নরসিংদী এলাকায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে টুকুকে। এ ছাড়া মামলা এখন গোয়েন্দা পুলিশের কাছে। প্রয়োজনে টুকু গোয়েন্দা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন।’
এদিকে গতকাল ভুক্তভোগী টুকু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ওই দুঃসহ স্মৃতি মনে হলে এখনো শিউরে উঠি। টানা দুই দিন আমি এবং আমার সঙ্গের আরও তিনজনের ওপর চলে স্টিমরোলার। কয়েক দফায় আমি জ্ঞান হারিয়ে ফেলি। জোর করে আমার সঙ্গে ওই মেয়েদের অশ্লীল ভিডিও ধারণ করে পাপিয়া। তার সহযোগী সাব্বিরের নেতৃত্বে চলে নির্যাতন। পাপিয়া ও তার স্বামী আমাকে হুমকি দিয়ে বলেন, এখান থেকে পার পেতে হলে আপনাকে ১০ লাখ টাকা দিতে হবে। নইলে এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করে দেব। ইন্টারনেটে ছড়িয়ে দেব। আপনার নামে মানব পাচারের মামলা দেওয়া হবে। মানসম্মানের ভয়ে আমি তৎক্ষণাৎ ২০ হাজার টাকা দেওয়ার পরও তাদের মন গলেনি। বারবার মারধর করে। বাড়ির ছাদে আটকে রাখে।’ তিনি আরও বলেন, ‘ঘটনার শুরু শুক্রবার। রবিবার দুপুরে সোনালী ব্যাংকের মাধ্যমে ২ লাখ ৬০ হাজার টাকা আনিয়ে দিলে ওইদিন বিকালে তারা আমাদের ছেড়ে দেয়।’

বর্তমানে আলোচিত নাম যুব মহিলা লীগের সদ্যবহিষ্কৃত নেত্রী শামীমা নুর পাপিয়া। অস্ত্র, মাদক ও জাল টাকার পৃথক তিন মামলায় রিমান্ডে আছেন তিনি।
রিমান্ডে পাপিয়াকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে নানা চাঞ্চল্যকর তথ্য। তবে গুরুতর অপরাধ সম্পর্কিত প্রশ্নে নীরব থাকছেন তিনি। কিছু প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন কৌশলে। আবার প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্নও করছেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাদের করা যৌনব্যবসা সম্পর্কিত প্রশ্নের জবাব দিতে গিয়ে পাপিয়া বলেন, নারীদের প্রতি আকর্ষণ কার নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাদের বরাত দিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদকারী কর্মকর্তাদের উদ্দেশে পাপিয়া বলেন, ‘নারীদের প্রতি আকর্ষণ কার নেই। এখন সব দোষ পাপিয়ার হবে কেন? প্রায় পুরুষই নারীলোভী।’
অভিযোগের পাহাড় পাপিয়ার বিরুদ্ধে
গত বছর সেপ্টেম্বরের শেষের দিকে ব্যবসায়িক কাজে নরসিংদীর বাগদী এলাকায় গিয়েছিলেন তপন তালুকদার টুকু নামে এক ব্যবসায়ী। সঙ্গে ছিলেন আরও তিনজন। সারা দিন কাজ সেরে বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকায় ফেরার প্রস্তুতি নিয়েছিলেন। চলে এসেছিলেন নরসিংদী রেলওয়ে স্টেশন পর্যন্ত। হঠাৎ একটি ফোন। অন্য প্রান্ত থেকে এক নারীর কণ্ঠ। ব্যবসার প্রস্তাব। লোভ সামলাতে পারেননি তিনি। ফোনে দেওয়া ঠিকানা অনুযায়ী লাভের আশায় ওই সময় তিনি ঢাকায় না এসে চলে যান বাগদীর দোতলা একটি বাড়িতে। গিয়ে দেখেন আগে যে বাড়িটিতে তিনি গিয়েছিলেন তার পাশেই ওই বাড়ি। ড্রইং রুমে বসতেই আসেন এক নারী। পরিচয়ের পর তিনি অন্য রুমে চলে যান। ঠিক ওই সময় টুকুদের কাছে এসে সোফায় বসেন চারজন সুন্দরী নারী। পর্যায়ক্রমে ওই নারীরা তাদের কাছে ঘেঁষার চেষ্টা করেন। কিছু সময় পর সামনে আসেন এক ব্যক্তি। অভিযোগ, টুকুরা ওই নারীদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। বলা হয়, এগুলো ভিডিও করে রাখা হয়েছে। তাদের কোনোভাবেই যেতে দেওয়া হবে না। পুলিশ আসছে। হতবিহ্বল হয়ে পড়েন টুকুসহ চারজন। একপর্যায়ে তাদের কাছে ১০ লাখ টাকা দাবি করে পাপিয়া গ্যাং। নইলে থানায় শ্লীলতাহানির মামলা। কোনো উপায় না পেয়ে টুকুরা তাদের সঙ্গে থাকা ২০ হাজার টাকা দিয়ে দেন। তবে কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ আসেনি। শুরু হয় আমানুষিক নির্যাতন। টানা দুই দিন নির্যাতন শেষে ব্যাংকের মাধ্যমে ২ লাখ ৬০ হাজার টাকা পরিশোধের পর মুক্তি মেলে ভুক্তভোগী টুকুদের। এ তো গেল মাত্র একটি ঘটনা। এই ভুক্তভোগী টুকু অভিযোগ করতেও গিয়েছিলেন রাজধানীর বিমানবন্দর থানায়। তবে থানা কর্তৃপক্ষ ঘটনার স্থান নরসিংদী হওয়ায় ওই অভিযোগ গ্রহণ করেনি। পরামর্শ দিয়েছে নরসিংদীতে যোগাযোগ করতে। এমন অসংখ্য ভুক্তভোগী রয়েছেন যারা যুব মহিলা লীগের সদ্যবহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া গ্যাংয়ের শিকার হয়েছেন। তাদের মৌখিক ও লিখিত অভিযোগের সংখ্যা রীতিমতো পাহাড়সম বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্র। এরই মধ্যে তাদের অনেকেই আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করেছেন। তবে তাদের বেশির ভাগই সামাজিক মর্যাদা ক্ষুণ হওয়ার আশঙ্কায় লিখিত অভিযোগ জমা দেননি। গত বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) আবদুল বাতেন এক সংবাদ সম্মেলনে বলেছেন, পাপিয়ার বিরুদ্ধে যে কোনো ভুক্তভোগী অভিযোগ করতে পারেন। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে জড়িত প্রমাণ পেলে পাপিয়া দম্পতির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তদন্তসংশ্লিষ্ট সূত্রে আরও একটি অভিযোগের বিষয়ে জানা গেছে, নরসিংদীতেই গ্রামের বাড়ি এক ব্যবসায়ীর। পরিবার নিয়ে বসবাস করেন রাজধানীর একটি অভিজাত এলাকায়। পাপিয়া তার পূর্বপরিচিত। তখনো তিনি পাপিয়ার অন্য চরিত্র সম্পর্কে অবহিত না থাকায় তার আমন্ত্রণে সরল বিশ্বাসেই গিয়েছিলেন বাগদীর বাসায়। ড্রইং রুমে চলছিল গল্প-আড্ডা। কিছু সময় পর পাপিয়া অন্য কক্ষে যাওয়ার পরই সেখানে আসেন দুই সুন্দরী যুবতী। হঠাৎ করেই চলে যায় বিদ্যুৎ। দুই যুবতী তার কাছে এসে তাকে জোর করে জড়িয়ে ধরেন। জোর করেও ওই ব্যক্তি তাদের সরাতে পারছিলেন না। কিছু সময়ের মধ্যেই বিদ্যুৎ চলে আসায় দেখেন এক ব্যক্তি তাদের ছবি ওঠাচ্ছে। ঘটনাস্থলে আবারও পাপিয়ার আগমন। সঙ্গে তার স্বামী মফিজুর রহমানব চৌধুরী ওরফে মতি সুমন। ইন্টারনেটে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে হাতিয়ে নেন ৫ লাখ টাকা। পরে বিভিন্ন সময় তাকে জিম্মি করে হাতিয়ে নেন বিভিন্ন সুযোগ-সুবিধা। তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ‘পাপিয়ার শিকার এমন অনেকের বিষয়েই আমরা জানতে পেরেছি। আমরা পর্যায়ক্রমে তাদের সঙ্গে কথা বলব। আসলেই কি তারা ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়েছেন, নাকি স্বেচ্ছায় পাপিয়ার ডেরায় গিয়েছিলেন।’
জানা গছে, মফিজুর দম্পতির প্রতারণার শিকার ব্যবসায়ী, সাধারণ মানুষ ও অনৈতিক কাজে বাধ্য হওয়া মেয়েরা ‘মুখ খুলতে’ শুরু করেছেন। র‌্যাবের হাতে গ্রেফতারের পর পাপিয়া দম্পতির প্রতারণার শিকার মেয়েরা পাপিয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। কীভাবে তাদের এই পথে এনেছেন পাপিয়া, সবিস্তারে তার বর্ণনা করেছেন।
ব্যবসায়ী টুকুর অভিযোগের বিষয়টি স্বীকার করে গতকাল বিকালে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বলেন, ‘ঘটনা শোনার পর পাপিয়া ও তার স্বামীকে টুকুর মুখোমুখি করা হয়েছিল। তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। তবে ঘটনা যেখানে ঘটেছে সেই নরসিংদী এলাকায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে টুকুকে। এ ছাড়া মামলা এখন গোয়েন্দা পুলিশের কাছে। প্রয়োজনে টুকু গোয়েন্দা পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারেন।’

মাদক, জালটাকার ব্যবসা, অর্থ পাচার, অল্পবয়সী নারীদের জোর করে  পতিতাবৃত্তি করানোর অভিযোগে গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শামিমা নুর পাপিয়া ওরফে পিউকে গ্রেপ্তারের পর তার পাপের সাম্রাজ্যের অবৈধ সব কর্মকাণ্ডের তথ্য একের পর এক বেরিয়ে আসছে। এবার পিস্তল নিয়ে বানানো তার একটি টিকটক ভিডিওর পাশাপাশি আরো দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রথম ভিডিওতে দেখা যায়, এক যুবক বসে আছেন। একটি পিস্তল তাক করা সেই যুবকের দিকে। হঠাৎ গুলির শব্দ। এরপরই দেখা মেলে পাপিয়ার। তার হাতে পিস্তল। এই ভিডিওতে ‘গোলাবি আঁখে’ শিরোনামের একটি গানে পারফর্ম করতে দেখা যায় তাকে।
অন্য দুটি ভিডিওতে তাকে আরবী গান এবং বাংলা গানের সঙ্গে সুর মেলাতে ও পারফর্ম করতে দেখা যায়।
‘হৃদয়ের রঙ’ শিরোনামের একটি বাংলা গানের সঙ্গে তাকে পারফর্ম দেখা গেছে। গানের কথা-
“তুমি চিরদিন, ভিষণ কঠিন
তোমার ঘর ভেসে যায় ওরা
মুখ দেখে বুঝতে পারে না (X২)
ওরা এ মন কেমন বোঝে না
ওরা আসল কারণ খোঁজে না”
শামিমা নূর পাপিয়ার বাসায় মিলেছে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি, বিপুল পরিমাণ মদ ও নগদ টাকা। রবিবার তার ফার্মগেটের বাসায় অভিযান চালায় র‌্যাব।
পাপিয়া নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশত্যাগের সময় পাপিয়া (২৮) ও তার স্বামী মফিজুর রহমানসহ চারজনকে আটক করে র‌্যাব-১। গ্রেপ্তারের পর তাকে যুব মহিলা লীগ থেকে বহিষ্কার করা হয়।
এদিকে র‌্যাবের অভিযানে বেরিয়ে এসেছে পাপিয়ার বিলাসবহুল জীবন ও গাড়ি-বাড়িসহ বিপুল সম্পদের তথ্য।
র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফী উল্লাহ বুলবুল বলেন, পাপিয়া ও মফিজুর খুব অল্প সময়েই বিপুল পরিমাণ সম্পদ ও অর্থবিত্তের মালিক হয়েছেন। এছাড়া তার যে পিস্তল দেখা গেছে তার কোনো কাগজ নেই।
তিনি আরও বলেন, পাপিয়া-মফিজুর দম্পতির আয়ের অবৈধ উত্সগুলোর মধ্যে একটি হচ্ছে নারীদের দিয়ে জোরপূর্বক দেহব্যবসা করানো।
চাকরি দেওয়ার নাম করে নরসিংদী থেকে তরুণীদের ঢাকায় নিয়ে আসতেন তিনি। এরপর শারীরিক ও মানসিক নির্যাতনের মাধ্যমে তাদের দেহ ব্যবসায় নামতে বাধ্য করা হতো।
নরসিংদীতে পাপিয়া-মফিজুর দম্পতির একটি ক্যাডার বাহিনী রয়েছে। ঐ ক্যাডার বাহিনীর নাম ‘কিউ অ্যান্ড সি’।
গানের ভিডিও দুটি দেখুন...

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি-জামায়াতের চেয়ে আওয়ামী লীগের সুবিধাবাদী, ধান্দাবাজরা বেশি ভয়ঙ্কর। এই ধান্দাবাজদের যারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাদেরকেও ধরতে হবে। এদের রুখতে না পারলে ভবিষ্যতে ক্ষতি হয়ে যাবে।
আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মোহাম্মদ নাসিম বলেন, সুবিধাভোগীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা জরুরি হয়ে পড়েছে। এসব দুর্বৃত্তায়ন, সুবিধাভোগীর কারণে বড় বড় আওয়ামী লীগের অনেক নেতাকে খুঁজে পাওয়া যায় না।
তিনি বলেন, এখন তো বঙ্গবন্ধুপ্রেমীর কোনো অভাব নাই। জয় বাংলা বলা লোকের অভাব নাই। সবসময় ক্ষমতাসীন দলের সঙ্গে কিছু সুবিধাবাদী, সুযোগ সন্ধানি, ধান্দাবাজ যোগ হয়। এদের চেহারা পরিবর্তন করতে সময় লাগে না। এরা এমনভাবে কথা বলে যে, আমার চেয়ে বড় আওয়ামী লীগার তারা হয়ে গেছে।
তিনি আরো বলেন, সকল বাধা পেরিয়ে শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। তিনি যুদ্ধাপরাধীদের বিচার করেছেন, জাতির পিতার হত্যাকারীদের বিচার করেছেন। তার অনেক বড় অবদান আছে। তবে এসব অবদান ধুলায় মিশিয়ে দিতে চায় কিছু নব্য আওয়ামী লীগ।
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এ সদস্য বলেন, দেশে নারী ও শিশু নির্যাতন বন্ধ হচ্ছে না। আমরা এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। আমি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীকে অনুরোধ জানাবো নারী নির্যাতনকারীর বিরুদ্ধে আপনারা দ্রুত বিচারের আওতায় আনুন এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়ার বিধান নিশ্চিত করুন।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি শিল্পী রফিকুল আলম, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।



পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগের কোনো কমিটিতে দুর্নীতিবাজদের স্থান হবে না। যাঁরা নয়ছয় করে সম্পদের পাহাড় গড়েছেন, তাঁদের ধরা হচ্ছে। দল থেকে বহিষ্কার করা হচ্ছে। তাই সাবধান হয়ে যান। দুর্নীতি করে কেউ পার পাবেন না। পাপিয়াদের মতো দলে অনেকেই আছেন, তাদের একে একে সবাইকে ধরা হবে।  আজ শুক্রবার সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকেলে পাথারিয়া ইউনিয়নের গনিগঞ্জ বাজার মাঠে এই সম্মেলন হয়।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশে টাকার কোনো অভাব নেই। কিন্তু ভালো মানুষের অভাব আছে। যদি দুর্নীতি কমানো যায়, তাহলে আমরা দ্রুত উন্নত দেশে পরিণত হব। আমরা চেষ্টা করছি যাতে দেশে দুর্নীতি দমন করা যায়। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার আগে নিজ দল থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছেন।’
আওয়ামী লীগ সরকারের টানা ১২ বছরের শাসনামলে দেশে অনেক উন্নয়ন হয়েছে উল্লেখ করে এম এ মান্নান বলেন, দেশে ব্যাপক উন্নতি হয়েছে। যেখানে অতীতে এই উন্নয়ন কল্পনা করা হতো না, সেখানে আওয়ামী লীগ সরকার বাস্তবে তা করে দেখাচ্ছে। জেলায় জেলায় মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
আওয়ামী লীগকে অসাম্প্রদায়িক দল উল্লেখ করে এম এ মান্নান বলেন, ‘আমরা সব ধর্মের মানুষকে সমানভাবে দেখি। আমরা সাম্প্রদায়িকতা বিশ্বাস করি না। তবে কিছু মতলববাজ আছে, যারা দেশের মানুষকে উল্টাপাল্টা বুঝিয়ে নিজেদের ফায়দা হাসিল করতে চায়। এদের থেকে সাবধান থাকতে হবে।’



সত্য ঘটনা || কোরআনকে লাথি মারায় পাকিস্তানের মুরাদ শেয়ালে পরিণত হয়ে গেল || ! miracles of quran ||

আমরা আমাদের যথা সাধ্য চেষ্টা করি, আপনাদের মাঝে সঠিক তথ্য তুলে ধরতে। তবুও কোনো তথ্যে ভুল ত্রুটি থাকলে সেগুলো সঠিক করে দেবেন, এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।


এরমধ্যেই মহারাষ্ট্রের মুসলিমদের রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে ৫% সংরক্ষণ নিশ্চিত করতে বিল আনছে জোট সরকার। শুক্রবার ঘোষণা করেছেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী নবাব মালিক। বিধানসভার চলতি বাজেট অধিবেশনেই আনা হবে সেই বিল।

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নেতৃত্বে মহা বিকাশ জোট সরকার গত ৩ মাস ক্ষমতায়। শেষ ৯০ দিনে তিন শরিকের মধ্যে বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্ব বাঁধলেও, এই সরকার ৫ বছর চলবে, এমনটা জানিয়েছে তিন পক্ষই। এদিকে, এনসিপি নেতা তথা মন্ত্রী নবাব মালিক বলেছেন, শিক্ষার পাশাপাশি সরকারি চাকরিতে মুসলিম সংরক্ষণ নিশ্চিত করতে তারা আইনি পরামর্শ নিচ্ছেন।



এর আগে, আদালতের নির্দেশ থাকলেও পূর্বতন দেবেন্দ্র ফড়নবীশ সরকার এই সংরক্ষণ কার্যকর করেনি। মন্ত্রী নবাব মালিক বলেছেন, চেষ্টা হচ্ছে এই অধিবেশনের শেষে মুসলিমদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ চালু করতে। ইতোমধ্যে শিক্ষা ও সরকারি চাকরিতে সংরক্ষণের জন্য ৫০% কোটা বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। সেই কোটা মেনেই এই ৫% শতাংশ বরাদ্দ হবে বলে খবর। মারাঠাদের জন্য সে রাজ্যে সরকারি চাকরি ও শিক্ষায় সংরক্ষণ প্রথা কার্যকর করা হয়েছিল।

গত বছর জুনে মহারাষ্ট্রের বিজেপি-শিব সেনা জোট সরকারকে মারাঠাদের জন্য সংরক্ষণ চালু করতে অনুমতি দিয়েছিল।কিন্তু সরকারি তরফে ১৬% সংরক্ষণের দাবি নিয়ে আবেদন করা হয়েছিল।তবে সেটা ১৩% করে ছিল আদালত।মারাঠা সংগঠনগুলোর দাবি ছিল, শীর্ষ আদালতের নির্দেশ মেনে ৫০% করা হোক সংরক্ষণ বরাদ্দ।

অবশ্যই আমি তোমাদের পূর্বে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি, যখন তারা জুলুমে লিপ্ত ছিলো"
- সূরা ইউনুস : ১৩



শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, চলতি ২০২০ শিক্ষাবর্ষে জেএসসি-জেডিসি পরীক্ষা থেকে নতুন গ্রেডিং পদ্ধতি কার্যকর করা হবে। ২০২১ সাল থেকে এসএসসি-সমমান ও এইচএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৪ কার্যকর করা হবে।

Document 22_1আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে মিলিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলে ৫ পয়েন্টের গ্রেডিং পদ্ধতির বদলে ৪ পয়েন্ট চালু করার কথা সরকার ভাবছে বলে বেশ কয়েকবার জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফলের সর্বোচ্চ মান জিপিএ ৪ চলতি শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে আভাস দিয়েছিলেন তিনি।

২০১৯ সালের ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গ্রেড পরিবর্তন-সংক্রান্ত একটি সভার আয়োজন করেছিল শিক্ষা মন্ত্রণালয়। ওই সভায় বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ-৪ এর সঙ্গে সমন্বয় করে নিচের স্তরের সব পাবলিক পরীক্ষার ফলাফলে জিপিএ-৪ করার পক্ষেই মত আসে।

ওই সভায় নতুন গ্রেডিং পদ্ধতিতে জিপিএ-৫ এর স্থানে জিপিএ-৪ নির্ধারণের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। তবে এ ক্ষেত্রে পরীক্ষার প্রশ্নপত্রের কাঠিন্যের স্তর, মার্কিংয়ের গুণগত মান ইত্যাদি পরিবর্তন হচ্ছে না। আগের পদ্ধতিতে খাতা মূল্যায়ন ও নম্বর বণ্টন করা হবে।

নতুন গ্রেডিং পদ্ধতিতে জেএসসি-জেডিসি, এসএসসি-সমমান, এইচএসসি-সমমান পরীক্ষায় নম্বরের ভিত্তিতে সর্বোচ্চ মান নির্ধারণ হয়েছে জিপিএ-৪। এ ক্ষেত্রে ৯০-১০০ পর্যন্ত এ প্লাস জিপিএ-৪, ৮০-৮৯ পর্যন্ত ‘এ’ জিপিএ-৩.৫, ৭০-৭৯ ‘বি’ প্লাস জিপিএ-৩, ৬০-৬৯ ‘বি’ জিপিএ-২ দশমিক ৫, ৫০-৫৯ ‘সি’ প্লাস জিপিএ-২, ৪০-৪৯ ‘সি’ জিপিএ-১ দশমিক ৫, ৩৩-৩৯ ‘ডি’ জিপিএ-১ এবং শূন্য থেকে ৩২ ‘এফ’ গ্রেড জিপিএ-০ বা ফেল নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, ২০০১ সালে পাবলিক পরীক্ষার ফলাফলে সনাতন পদ্ধতিতে নম্বর দেয়ার পরিবর্তে গ্রেড পদ্ধতি চালু করা হয়। ২০০৩ সালে সর্বোচ্চ ৫ সূচকের ভিত্তিতে ফল প্রকাশ করা হয়।

সালমান শাহ ইস্যুতে এবার মুখ খুললেন মৌসুমীও, তবে..!

সালমান শাহ’র মৃত্যু নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর তদন্ত প্রতিবেদন প্রকাশের পর অনেকেই নিজস্ব প্রতিক্রিয়া জানিয়েছেন। সালমানের পরিবার, সামিরার পরিবার ও চিত্রনায়িকা শাবনূরসহ অনেকেই এ ব্যাপারে মুখ খুলেছেন। 
পিবিআই সংবাদ সম্মেলনে জানায়, শাবনূরের সঙ্গে প্রেম ছিল সালমানের। তাকে বিয়ে করে দুই স্ত্রী নিয়ে থাকতেও চেয়েছিলেন সালমান। তবে তার স্ত্রী সামিরা রাজি হননি। এর জেরে বিষণ্ণতায় আত্মহত্যার পথ বেছে নেন সালমান।
সোমবার এই প্রতিবেদন প্রকাশের পরই এ নিয়ে তোলপাড় শুরু হয়। প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে সালমান শাহর পরিবার। চিত্রনায়িকা শাবনূরও বলেছেন তাকে ফাঁসানোর ষড়যন্ত্র হচ্ছে। আর সালমানের সাবেক স্ত্রী সামিরা এই প্রতিবেদনে সঠিক তথ্য উঠে এসেছে বলে মনে করছেন।
এবার পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে সরাসরি কোনও মন্তব্য না করলেও এই ইস্যুতে মুখ খুলেছেন সালমানের প্রথম নায়িকা মৌসুমী। এ নায়িকার সঙ্গে কেয়ামত থেকে কেয়ামত ছবি করার মধ্য দিয়েই চলচ্চিত্রে সালমানের ক্যারিয়ার শুরু হয়।
মৌসুমী শুক্রবার গণমাধ্যমকে বলেন, এসব নিয়ে কথা বলে আর লাভ নেই। আমরা তো আর সালমানকে ফিরে পাব না। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদন নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। শুধু বলব– সালমান আমাদের হৃদয়ে ছিলেন এবং থাকবেন। আমরা সালমানকে এত দ্রুত হারাতে চাইনি। সে আমার ভালো বন্ধু ছিল। এতদিন পর এ নিয়ে ঘাঁটাঘাঁটি করে কি কোনো ফল আসবে?
প্রতিবেদনে শাবনূরের সঙ্গে সালমানের প্রেম নিয়ে যেসব তথ্য তুলে ধরা হয়েছে- তা নিয়েও কথা বলতে রাজি হননি মৌসুমী। তিনি সাংবাদিকদের জানান, পিবিআইয়ের প্রতিবেদনে আরেকজন অভিনয়শিল্পীকে নিয়েও অনেক কথা বলা হচ্ছে, সেটি নিয়েও কিছু বলতে চাই না।
উল্লেখ্য, চিত্রনায়ক সালমান শাহ'র মৃত্যুর কারণ আত্মহত্যা উল্লেখ করে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ৬০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। 


২০১৮ সালে ডিসেম্বরে রাজস্থানের উমেদ ভবনে প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসের বিয়ের আসর বসে। বিয়ের পর থেকেই তাদের বয়স নিয়ে শুরু হয়ে যায় জোর জল্পনা। নিজের চেয়ে ১০ বছরের ছোট নিককে কেন বেছে নিলেন প্রিয়াঙ্কা, নিজের জীবন সঙ্গী হিসেবে! এমন প্রশ্ন উঠতে শুরু করে বিভিন্ন মহলে। বিষয়টি নিয়ে এবার প্রথম মুখ খুললেন মার্কিন পপ তারকা।
সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হন নিক জোনাস। সেখানে তাঁর সহ-বিচারক কেলি ক্লার্কসন বলেন, তিনি ৩৭-এর কিন্তু নিকের বয়স তো মাত্র ২৭। কেলির এই প্রশ্নের উত্তরে হেসে ফেলেন নিক। তিনি বলেন, তাঁর স্ত্রী অর্থাৎ প্রিয়াঙ্কারও তো বয়স ৩৭, তো কী হয়েছে। এটা খুবই স্বাভাবিক বিষয়। নিকের উত্তর শুনে এ বিষয়ে আর পালটা কোনও মন্তব্য করেননি কেলি।

দিল্লি জ্বলছে না, আমি দেখছি পঙ্গু হচ্ছে মানবতা : দেব

সংশোধিত নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে দিল্লির সহিংসতা নিয়ে মুখ খুলতে দেখা যায়নি বলিউডের প্রথম সারির অভিনেতাদের। কিন্তু দিল্লির এই অশান্তি নিয়ে সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন টলিপাড়ার একাধিক তারকারা। এই অশান্তির জেরে প্রাণ হারিয়েছেন ৩৯ জন, আহত ৩০০ জনেরও বেশি। সহিংসতা নিয়ে নাগরিক সমাজের কথা চিন্তা করে টুইট করেছেন মিমি, নুসরাত ও দেবসহ একাধিক টলিতারকারা।
টলিউডের জনপ্রিয় নায়ক ও তৃণমূল সাংসদ দেব তার টুইটার হ্যান্ডলে ভারতের জাতীয় পতাকার ছবি পোস্ট করে লিখেছেন, আমি দেখতে পাচ্ছি, দিল্লি জ্বলছে না। আমি দেখছি মানবতা পঙ্গু হয়ে যাচ্ছে। এটা স্রষ্টার পরিকল্পনা নয়। এটা বন্ধ হওয়া দরকার। না হলে জাতি হিসেবে আমরা সবাই একসঙ্গে ব্যর্থ হব।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেব বলেন, ‘সোমবার থেকে যেভাবে সহিংসতা শুরু হয়েছে দিল্লিতে, তাতে আমি গভীর যন্ত্রণা পেয়েছি। শান্তি ফিরে আসুক এটাই কামনা।' টলিউডের সুপারস্টার প্রসেনজিৎও টুইট করেছেন বিষয়টি নিয়ে। তিনি লিখেছেন, ‘দিল্লির অশান্তির ঘটনায় দুঃখিত ও বিধ্বস্ত অনুভব করছি। সহিংসতা জয়ী হতে পারে না। আসুন ভারতীয় হিসেবে একসঙ্গে এগিয়ে আসি আমরা।’
পশ্চিমবঙ্গের যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী টুইট করে লিখেছেন, 'আজ ভালো হয়েছে কবি গুরু তুমি বেঁচে নেই। আজ ভালো হয়েছে কবি নজরুল ইসলাম তুমি বেঁচে নেই। কারণ মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান আর নই। মোরা রাম আর রহিম ভাই ভাই আর নই। যেটা আমরা এখন, সেটা আর যাই হোক মানুষ আর নই।'
মুখ খুলছেন টলিউডের অভিনেতা থেকে পরিচালকরা। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কবিতার অংশ উদ্ধৃত করেছেন সৃজিত মুখার্জি। তিনি লিখেছেন, 'অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খৃস্টানী। পূরব পশ্চিম আসে তব সিংহাসন-পাশে প্রেমহার হয় গাঁথা। জনগণ-ঐক্য-বিধায়ক জয় হে ভারতভাগ্যবিধাতা! জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয় জয় হে।'
অন্যদিকে দিল্লির সংঘর্ষ নিয়ে বাংলা, হিন্দি ও ইংরেজি তিন ভাষাতেই কবিতা লিখেছেন পঞ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। নিজের ফেসবুক পেজে কবিতাটি পোস্ট করেন তিনি। এর আগে নুসরাত জাহান টুইট করে লিখেছেন, দুঃখিত, শোকাহত ও বেদনাদায়ক। আমার দেশ জ্বলছে। আমরা মানুষ, এটা ভুলে গেলে চলবে না। দয়া করে গুজব, ভুয়া খবর ও ঘৃণা ছড়াবেন না।


সম্প্রতি ভারতের দিল্লিতে মুসলিমদের উপর ভয়াবহ সন্ত্রাসী আক্রমণ ও মসজিদ ভাঙ্গাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সোস্যাল মিডিয়া।
সোস্যাল মিডিয়ায় যে যেমন করে পারছে প্রতিবাদ গড়ে তুলছে।
এদিকে মুজিববর্ষের অনুষ্ঠানে মোদি বাংলাদেশে আসা না আসা নিয়ে ফেসবুকে তুমুল ঝড় উঠেছে।
সবাই বলছে মোদিকে বাংলাদেশে ডুকতে দেওয়া হবে না।
গতকাল ভিপি নুর বলেছে মোদি বাংলাদেশে আসলে রক্ত গঙ্গা বয়ে যাবে।
পাশাপাশি সোস্যাল মিডিয়ায় সবাই ঝড় তুলেছে মুজিববর্ষের অনুষ্ঠানে মোদিকে দেখতে চাই না, এর যায়গায় এরদোগানকে দেখতে চাই।
ফেসবুকে বিভিন্ন গ্রুপে এমন পোষ্ট দেখা যাচ্ছে এবং সবাই এই পোষ্ট প্রচুর শেয়ার দিচ্ছে।
ফেসবুকে বিশ্বের সর্ব বৃহৎ ইসলামি গ্রুপ ‘Islami jibon’ এই গ্রুপে দেখা যায় এমন একটি পোষ্টে মাত্র ৩২মিনিটে ১১হাজার লাইক পড়েছে।
এই পোষ্টের কমেন্টে দেখা যায় সবাই এর পক্ষে মন্তব্য করছে।

৪ বছর ধরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা-মা গ্রেফতার

মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল বাবা-মায়ের বিরুদ্ধে। একবার নয়, একাধিকবার। আরও অভিযোগ, ধর্ষণের ভিডিও দেখিয়ে হুমকি দেওয়া হয়। ভয় দেখানো হয়। এই অভিযোগে বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিস। ঘটনাটি ঘটেছে খাস ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার বালিগঞ্জে।
বালিগঞ্জের পদ্মপুকুরের বাসিন্দা ৩০ বছরের নির্যাতিতা যুবতীর অভিযোগ, বাড়ির সদস্যরাই তাকে দেহ ব্যবসায় নামায়। জোর করে তাকে বাধ্য করে দেহ ব্যবসা করতে। ২০১৫ সাল থেকে এমন চলছে। শহরের একের পর এক হোটেলে তাকে নিয়ে যান তার বাবা ও মা। সেখানে তাকে ধর্ষণ করা হয়।
তারপর সেই ধর্ষণের ভিডিও দেখিয়ে ভয় দেখানো হয়। এই ঘটনায় ট্যাঙরা থানায় অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা যুবতী। নিজের বাবা ও মাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই যুবতী। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত বাবা, মাকে গ্রেফতার করেছে পুলিস।


বক্স খাটের মধ্যে ছেলেকে ভরে প্রেমিকের সঙ্গে চম্পট দেওয়ার অভিযোগ উঠল এক নারীর বিরুদ্ধে। বক্স খাটের মধ্য থেকে আড়াই বছরের শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে ওই নারী এবং তার প্রেমিকের কোনও হদিস নেই।
রবিবার ঘটনাটি ঘটেছে ভারতের পাঞ্জাবের চণ্ডীগড়ের কাছে বুড়েল গ্রামে।
শিশুটির বাবা দশরথ পেশায় বিদ্যুৎকর্মী। তিনি জানিয়েছেন, রবিবার বাড়ি ফিরে স্ত্রী-ছেলে কাউকেই দেখতে পাননি তিনি। ভেবেছিলেন ছেলেকে নিয়ে স্ত্রী বোধহয় বাপের বাড়ি গিয়েছেন।
কিন্তু স্ত্রীকে ফোন করতেই ভুল ভাঙে তার। বক্স খাটের মধ্যে ছেলে রয়েছে বলে জানতে পারেন তিনি। সঙ্গে সঙ্গে ছেলেকে বার করতে উদ্যত হন তিনি। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে শিশুটির।
এর পর দশরথ নিজেই পুলিশে খবর দেন। স্ত্রী ছেলেকে খুন করে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছেন বলে জানান। শিশুটির মুখের ভিতর একটি দস্তানা ঢোকানো ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় থানায় ওই নারীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। তবে রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারী এবং তার প্রেমিকের কোনও হদিস পাওয়া যায়নি। 

ওকে ছাড়া বাঁচব না, আমাকেও মেরে ফেলুন : ধর্ষকের স্ত্রী
আমি জানি না তারা কি কাজ করেছিল। আমার ছেলে চলে গিয়েছে!‌ অবশ্যই এটা ভুল হয়েছে। আমার ছেলে চলে গিয়েছে। আমার কথা বলার অবস্থায় নেই।’‌ আরিফের এনকাউন্টারে মৃত্যুর খবর পেয়ে এমনই প্রতিক্রিয়া দিয়েছেন তার মা।
যদি আমার ছেলে অন্যায় করেছে বলে প্রমাণিত হয় তাহলে দয়া করে গুলি করুন।’‌ এই প্রতিক্রিয়া ছিল দ্বিতীয় অভিযুক্ত শিবার মায়ের। তবে শিবার বাবা প্রশ্ন তুলেছেন, কেন শুধুমাত্র এই ঘটনার অভিযুক্তদের শাস্তি দেওয়া হচ্ছে?‌ বাকিদেরও একইভাবে শাস্তি দেওয়া উচিত। কেন তাদের ক্ষেত্রে সেটা হবে না?‌

নবীনের বাবার আর্জি, এনকাউন্টারের আগে জেলে থাকা ছেলেদের সঙ্গে পরিবারকে দেখা করতে দেওয়া উচিত ছিল। ‘‌আমরা আগেই বলেছিলাম তাদের মেরে ফেলা উচিত, জেলে রাখার পরিবর্তে। কিন্তু তাদের মেরে ফেলার আগে, আমাদের একবার সুযোগ দেওয়া উচিত ছিল দেখতে দেওয়ার।’‌ 

যদি আমার ছেলে অপরাধ করে থাকে, তাকেও পুড়িয়ে মারুন। আমার ছেলে এখানে বড় বিষয় নয়। অন্যায়টা অন্যায়।’‌ অভিযুক্ত চেন্নাকাসাভলুর মায়ের এই প্রতিক্রিয়া হলেও তার স্ত্রীর প্রতিক্রিয়া কিন্তু ভিন্ন। স্ত্রীর প্রতিক্রিয়া, ‘‌বিয়ের এক বছরের মধ্যে সে আমায় ছেড়ে চলে যায়। দয়া করে আমাকে ঘটনাস্থলে নিয়ে চলুন যেখানে তাকে গুলি করে মারা হয়েছে। আমাকেও গুলি করে মারা হোক। আমি ওকে ছাড়া বাঁচতে পারব না


সদ্য বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়া ওরফে পিউসহ গ্রেফতার চারজনকে তিন মামলায় পাঁচ দিন করে ১৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তবে এরই মধ্যে জিজ্ঞাসাবাদে পাপিয়া ওরফে পিউদের মুখ থেকে বেরিয়ে আসছে অনেক পিলে চমকানো তথ্য।
জানা গেছে, অভিজাত ব্যক্তিদের চাহিদা মেটাতে শামীমা নূর পাপিয়া তার ডেরায় রুশ মডেল-তরুণীদের নিয়ে আসতেন। মাসখানেক আগে ১২ রুশ মডেল তরুণীর দেশে প্রবেশের খোঁজ-খবর করতে গিয়েই পাপিয়ার জগতের সন্ধান মেলে। গোয়েন্দা সূত্রের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে দেশের একটি জাতীয় দৈনিক।
ওই প্রতিবেদনে জানানো হয়, মাসখানেক আগে ১২ রুশ তরুণী ঢাকায় আসেন। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ইমিগ্রেশনে আটকা পড়েন তারা। শেষ পর্যন্ত পাপিয়া তাদের ছাড়িয়ে আনেন। কেন, কোন কারণে, কোন অনুষ্ঠানে অংশ নিতে তারা ঢাকায় এসেছেন এমন কোনো তথ্য ওই মডেলদের কাছে না থাকায় বিষয়টি গোয়েন্দাদের মাধ্যমে খবর পৌঁছায় সরকারের শীর্ষ পর্যায়ে। এরপরই তাদের সম্পর্কে খোঁজ-খবর শুরু হয়। ওই সূত্র ধরেই বেরিয়ে আসে পাপিয়ার পাপের জগতের সন্ধান।
প্রসঙ্গত, গত শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে শামীমা নূর পাপিয়া ওরফে পিউসহ চারজনকে গ্রেফতার করে র‌্যাব। পিউসহ গ্রেফতার চারজনকে তিন মামলায় পাঁচ দিন করে ১৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

পটুয়াখালীতে যৌতুকের দাবীতে শশুর ও স্বামীর নির্যাতনের শিকার গৃহবধু আছমা ?
পটুয়াখালীতে যৌতুকের দাবীতে শশুর ও স্বামীর নির্যাতনের শিকার গৃহবধু আছমা ?

পটুয়াখালীতে যৌতুকের দাবীতে শশুর ও স্বামীর মর্মান্তিক নির্যাতনের শিকার হয়েছে আছমা বেগম (২৭) নামের এক গৃহবধু। শনিবার দুপুরে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানায়, ১০ বছর আগে মাদারবুনিয়া ইউনিয়নের বোতলবুনিয়া গ্রামের সৌদী প্রবাসী আমছার গাজীর মেয়ে আছমা বেগমের বিয়ে হয় মাদারবুনিয়া গ্রামের জব্বার কাজীর ছেলে রফিক এর সাথে। বিয়ের ১০ বছরে ১টি মেয়ে ও একটি ছেলের মা হয়েও সুখের ছোয়া লাগেনি আছমা বেগমের কপালে। বাবা আমছার গাজী মেয়ের সুখের কথা চিন্তা করে বিয়েতে হাতে স্বর্ণের বালা, চেইন, কানের দুল, ক্রোকারিজ ও আসবাবপত্রসহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল দেয় মেয়ে-জামাইকে। কিন্তু বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে স্বামীর অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে ওঠে আছমার স্বাভাবিক জীবন। মাঝে মধ্যে মারধরসহ খেতে না দেয়ার মত অমানবিক জীবন কাটাতে হতো আছমাকে। দিনের পর দিন অনেকটা নিরবেই অত্যাচার নির্যাতন সয়ে আসছে আসমা। অবশেষে রফিক বায়না ধরে তাকে ব্যবসা করার জন্য আছমার বাবার বাড়ি থেকে ৫ লাখ টাকা দিতে হবে। এতে অস্বীকার করলে নির্যাতনের মাত্রা বেড়ে যায় আছমার ওপর। এমনকি শরীরের গোপন অঙ্গে কৌশল করে পেটানো হয়েছে যাতে কাউকে দেখাতে না পারে শরীরের স্পর্শকাতর স্থানগুলোতে খুঁচিয়ে খুঁচিয়ে জখম করে ঘরের মধ্যে আটকে রাখে। বাবার সংসার থেকে টাকা আনতে ব্যর্থ হলে আছমা বেগমের ওপর চলে নির্যাতনের ষ্টিমরোলার। ঘরে ১টি মেয়ে ও একটি ছেলে আসায় স্বামী সংসারে অব্যাহত নির্যাতন বছরের পর বছর মুখ বুজে সহ্যকরে আছমা। এনিয়ে একাধিকবার স্থানীয় বিচার শালিস মেনেও সুরাহা পায়নি আছমা বেগম। ৫ লাখ টাকা যৌতুক দাবী করে নিজের বাড়ির উঠানে ফেলে আছমাকে গাছের সাথে হাত-পা বেধে বেধরক লাঠি দিয়ে দফায় দফায় পিটিয়ে রক্তাক্ত জখম করে যৌতুক লোভী শশুর জব্বার কাজী ও স্বামী রফিক। লাঠি পেটায় অজ্ঞান হয়ে যায় আছমা। এরপর বাড়ির লোকজন খবর পেয়ে আছমাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। আসমা বর্তমানে ২৫০ শয্যা বিশিস্ট হাসপাতালে চিকিৎসারত আছে। আসমা তার পাষন্ড স্বামীর বিচার দাবী করেন।

পাপিয়াকাণ্ডে যে প্রশ্ন তুললেন ভিপি নুর ?
পাপিয়াকাণ্ডে যে প্রশ্ন তুললেন ভিপি নুর ?

অবৈধভাবে অর্থ পাচার, জাল টাকা, মাদক ও যৌন ব্যবসায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন নরসিংদী জেলার যুব মহিলা লীগ নেত্রী শামিমা নূর পাপিয়া ওরফে পিউ।
যুব মহিলা লীগের পদ বাগিয়ে অভিজাত এলাকায় জমজমাট নারী ব্যবসাসহ ভয়ঙ্কর সব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন পাপিয়া। রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে নেতাদের ফুল দিয়ে সেই ছবিও অপব্যবহার করতেন।
পাপিয়া ছিলেন নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক। তিনি নিজেকে কেন্দ্রীয় নেত্রী হিসেবেও পরিচয় দিতেন। এই পরিচয়ের আড়ালে ছিল তার অপরাধমূলক কাজকর্ম।
পাঁচ তারকা হোটেলে যৌন ও মাদক ব্যবসাই ছিলো তার আয়ের মূল উৎস ছিলো। দেশের ধনী ও প্রভাবশালী কিছু মানুষ ও বিদেশিরাই এর গ্রাহক। ইন্টারনেটে স্কট সার্ভিস খুলে বসে খদ্দেরদের কাছে তাদের চাহিদামতো সুন্দরী তরুণী পাঠাতেন। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষিত সুন্দরী তরুণীদের সংগ্রহ করতেন চাকরির প্রলোভন দেখিয়ে। এরপর তাদেরকে দেহ ব্যবসায় নামতে বাধ্য করতেন।
গত শনিবার সকালে স্বামী মফিজুর রহমান চৌধুরী সুমন, সাবিক্ষর খন্দকার (২৯), শেখ তায়্যিবা (২২)সহ আরও দুজন বিদেশে যাওয়ার সময় বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব।
এর পর থেকেই পাপিয়া ‘টক অব দ্য কান্ট্রি’। তার অপকর্ম নিয়ে গণমাধ্যমসহ বিভিন্ন স্যোশাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে।
ক্ষমতাসীন দলের অনেক নেতার সঙ্গে পাপিয়ার ছবি তোলা নিয়েও শুরু হয়েছে বিতর্ক।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।
ফেসবুক স্ট্যাটাসে নুরুল হক নুর বলেছেন, ‘পাপিয়ার কাছে যেসব প্রভাবশালী ব্যক্তির আকাম-কুকামের ভিডিও পাওয়া গেছে, তাদের পরিচয় কেন প্রকাশ করা হচ্ছে না?’
‘শোনা যাচ্ছে– পাপিয়ার জালে ফেঁসে যাওয়া প্রভাবশালীদের কোনো একজনই নাকি পাপিয়ার ঘণ্টা বাজিয়ে দিয়েছেন। আসল ক্লিয়ার সত্যটা কী জানাবেন?’

মাদরাসা হোস্টেলে ছাত্রীর লাশ, ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেপ্তার ৪ শিক্ষক ?
মাদরাসা হোস্টেলে ছাত্রীর লাশ, ধর্ষণ ও খুনের অভিযোগে গ্রেপ্তার ৪ শিক্ষক ?
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সলিমগঞ্জে মাদরাসার এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা হয়েছে। মাদরাসার চিলেকোঠায় আমেনা খাতুন (১২) নামে ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের পর পুলিশ অভিযুক্ত মাদরাসাপ্রধানসহ ৪ শিক্ষককে গ্রেপ্তার করেছে। অভিযুক্ত মাওলানা মোস্তফা (৪০) সলিমগঞ্জে অবস্থিত জান্নাতুল ফেরদাউস মহিলা মাদরাসার প্রধান শিক্ষক।
স্থানীয় সূত্র জানায়, ২০১৫ সালে প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রায় ২০০ ছাত্রী লেখাপড়া করছে। তাদের মধ্যে ৫০ জন ছাত্রী মাদরাসার আবাসিক হোস্টেলে থেকে লেখাপড়া করে। ঘটনার শিকার ছাত্রী আমেনা খাতুন ষষ্ঠ শ্রেণির আবাসিক শিক্ষার্থী। নবীনগরের পার্শ্ববর্তী বাঞ্ছারামপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামে আমেনাদের বাড়ি। পিতা সৌদীপ্রবাসী মমিনুল ইসলাম। একমাত্র কন্যা আমেনাকে মাদরাসায় শিক্ষা দিতে হোস্টেলে রেখেছিলেন তিনি।

সাবেক জাতীয় শ্রমিকলীগ নেতা আঃমন্নান গাজীর ৪ তম মৃত বার্ষিকী উপলক্ষে দূয়া মিলাতের আয়োজন ?
সাবেক জাতীয় শ্রমিকলীগ নেতা আঃমন্নান গাজীর ৪ তম মৃত বার্ষিকী উপলক্ষে দূয়া মিলাতের আয়োজন ?


রিপোটার মোঃ আসাদুজ্জামান কবির মল্লিক ও মোঃসোহেল রানা 
সাবেক জাতীয় শ্রমিকলীগ নেতা আঃমন্নান গাজীর ৪ তম মৃত বার্ষিকী ।

২৪/০২/২০১৬ ইং তারিখ মধ্যরাতে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।
এখন ও  মামলা চলমান, রায় হয়নি এখন ও ।
তার বড় ছেলে মোঃঅপু বলেন  আমার বাবার হত্যা কারীদের সঠিক বিচার চাই।
তার মৃত  বার্ষিকী  উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ ৭নং লতাচাপলী ইউঃ শাখা দূয়া মিলাতের আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন লতাচাপলী ইউনিয় পরিষদের চেয়ারম্যান ও  সাবেক শ্রমিকলীগ নেতা জনাব মোঃআনছার উদ্দিন মোল্লা।

জাতীয় শ্রমিকলীগ মহিপুর থানার সাবেক যুগ্ন আহবায়ক মোঃদুলাল হাওলাদার,
লতাচাপলী ইউনিয় শ্রমিকলীগ নেতা জাকির মল্লিক,
ইউঃ সদস্য জাফর উদ্দিন কুতুব,হারুন আর রশিদ ,ও স্বেচ্ছাসেবকলীগ নেতা জামাল,ও আবুল হোসেন প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন লতাচাপলী ইউনিয়  ছাত্রলীগের  নেতা কর্মীরা ও
সাধারণ জনগণ
তাদের সবার  একটাই দাবী হত্যাকারীর অতিদ্রত বিচার চাই।

হাত-পা বাঁধা অবস্থায় স্কুলছাত্র উদ্ধার ?
হাত-পা বাঁধা অবস্থায় স্কুলছাত্র উদ্ধার ?
বরগুনার পাথরঘাটায় আরিফুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্রকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাত আটটার দিকে পাথরঘাটার পৌর এলাকার বেরিবাঁধ এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।
ওই ছাত্রের বুকে ব্লেড দিয়ে আঁচড়ের দাগ থাকলেও তেমন কোনো ক্ষত হয়নি। এর আগে ওই দিন বেলা দুইটার দিকে বরগুনা রংধনু ক্লিনিকের সামনে থেকে  রুমাল নাকে চেপে তাকে অপহরণ করে অজ্ঞাত কয়েকজন।
উদ্ধার হওয়া ওই স্কুলছাত্র বরগুনার সদর উপজেলার জাকিরতবক এলাকার আব্দুল হালিম মিয়ার ছেলে। সে বরগুনা উদয়ন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

 স্কুল ছুটির পরে বরগুনা সদরের নুর লাইব্রেরিতে গাইড কিনতে যায় সে। সেখানে গিয়ে দোকান বন্ধ পেয়ে বাসায় ফিরে যাওয়ার পথে কিছু অপরিচিত লোক তার পিছু নেয়। রংধনু ক্লিনিকের সামনে থেকে আসার সময় তার মুখে রুমাল ধরে অজ্ঞান করে একটি লাল মোটরসাইকেলে ওঠায় বলে মনে পড়ে তার। এরপর জ্ঞান ফিরেলে তিনি নদীর পাড়ে একটি ভাঙা নৌকায় হাত-পা বাঁধা ও মুখে টেপ দিয়ে আটকানো অবস্থায় নিজেকে আবিষ্কার করে।

আরিফুল ইসলামের মা রিনা বেগম বলেন, ‘আমার ছেলে বরগুনার উদয়ন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষকের বাসায় থেকে লেখাপড়া করে। শনিবার বাড়ি থেকে স্কুলে গিয়ে ক্লাস শেষে প্রধান শিক্ষক জাকির হোসেনের বাসায় যায়। সেখান থেকে গাইড কিনতে বের হয়ে বাসায় ফিরে না যাওয়ার বিষয়টি প্রধান শিক্ষক আমাকে জানালে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। পরে রাত সাড়ে দশটার দিকে পাথরঘাটা থানা থেকে আরিফুল উদ্ধার হওয়ার কথা জানতে পারি।’
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাত আটটার দিকে বেরিবাঁধ এলাকার স্থানীয়রা সংবাদ দিলে সেখান থেকে আরিফকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছাত্রের বুকে ব্লেড দিয়ে আঁচড়ের দাগ রয়েছে।
তিনি জানান, স্কুল ছাত্রকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কথা রেখেছেন মুমিনুল ?
কথা রেখেছেন মুমিনুল ?

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ম্যাচের আগে সর্বশেষ পাঁচ টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান একটি সেঞ্চুরিও করতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে গত বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ সেঞ্চুরি এসেছিল, তাও এক ম্যাচেই তিনটি।
এরপরে খেলা পাঁচটি টেস্টে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে পারেননি কোনো টাইগার ব্যাটসম্যান। ফলাফলও পেতে হয়েছে হাতেনাতে, একটি বাদে সবগুলো টেস্টেই হারতে হয়েছে ইনিংস ব্যবধানে। অর্থাৎ প্রতিপক্ষের এক ইনিংসের রান বাংলাদেশ দুবার ব্যাটিং করেও করতে পারেনি।
আগে টেস্ট ম্যাচ দুই দেশের মধ্যে বিদ্যমান থাকলেও এখন আর তা নেই। আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন্সশিপ চালু হওয়াতে গুরুত্ব বেড়ে দাঁড়িয়েছে বহুগুণ। এক টেস্ট খারাপ করলেই পুরো টুর্নামেন্টেই এর প্রভাব পড়বে। টেস্ট চ্যাম্পিয়ন্সশিপে বাংলাদেশের যাত্রা হয়েছে অশুভ, প্রথম তিন ম্যাচই হারতে হয়েছে ইনিংস ব্যবধানে।
তবে জিম্বাবুয়ে টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক মুমিনুল হক দলের সেঞ্চুরি খরা কাটানোর কথা দিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, ‘আমার কথা বলতেছি না। আমি আমার কথা বলি না প্রেস কনফারেন্সে, দলের কথাই বলি। আমাদের টিমের কেউ ১০০, ২০০ বা ৩০০ করবে কথা দিলাম, যে কেউ হোক বড় ইনিংস খেলবে ইনশাআল্লাহ।’
সেই কথা অক্ষরে অক্ষরে রেখেছেন মুমিনুল হক। তার দলের অন্য কোনো খেলোয়াড় নয়, বরং তিনি নিজেই সেঞ্চুরি করে কথা রেখেছেন।
আজ সোমবার শেরে বাংলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনে ক্যারিয়ারের নবম শতকের দেখা পান বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল। ডোনাল্ড টিরিপানোকে চার মেরে ১৫৬ বলে ১২টি চারের মারে তিনি এই শতক হাঁকান।
টেস্ট ক্রিকেটে সর্বশেষ ১০ ইনিংসে সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না বাংলাদেশের কোনো ব্যাটসম্যান। ভারত সিরিজ থেকে অধিনায়কের দায়িত্ব পাওয়া মুমিনুল হক তো আরও কয়েক ধাপ পিছিয়ে ছিলেন, টানা ১৪ ইনিংস তিনি তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে পারেননি। অবশেষে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সেই আক্ষেপ ঘুচল তার। আবার অধিনায়ক হিসেবে এটি তার প্রথম শতক।
২০১৯ সাল থেকে হিসাব করলে এই বছর পাকিস্তানের বিপক্ষে টেস্টসহ বাংলাদেশ সাতটি টেস্ট খেলে। গত বছরের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তামিম ইকবাল, সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ সেঞ্চুরি করেছিলেন। অধিনায়ক মুমিনুলের আশা ছিল জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করবেন দলের কেউ না কেউ।
কেন সেঞ্চুরি হচ্ছে না? এই ব্যখ্যা দিতে গিয়ে মুমিনুল বলেছিলেন, ‘সত্যি বলতে গেলে আমার কাছে মনে হয় এতগুলো ইনিংসে একটা ১০০ না থাকা মানে হয়তো আপনি নিচের দিকেই আছেন। আমার কাছে মনে হয়, মানুষের মাঝে মাঝে একটু খারাপ সময় যায়। দল হিসেবে আমরা হয়তো খারাপ সময় পার করছি। ইনশাআল্লাহ আমরা এটা ওভারকামের জন্য কাজ করছি।’

শাকিবের  নতুন নায়িকা ?
শাকিবের  নতুন নায়িকা ?

শাকিব খানের দীর্ঘ ক্যারিয়ারে খুব বেশি নতুন নায়িকার সঙ্গে অভিনয় করেননি। পূর্ণিমা, পপি থেকে শুরু করে অপু বিশ্বাস সবাই স্বনামে খ্যাত ছিলেন। এর পর বিদ্যা সিনহা মিমের সঙ্গে অভিনয় করেছেন। তিনিও সে সময় পরিচিত মুখ ছিলেন। তবে সম্প্রতি নতুন নতুন নায়িকার ব্যাপারে আগ্রহী হয়ে উঠছেন শাকিব। ইতোমধ্যে বেশ কয়েকজন নায়িকা তার বিপরীতে অভিনয়ও করেছেন। করতে যাচ্ছেন আরও অনেকে। এসব নায়িকা নিয়েই আজকের আয়োজন...

জাহারা মিতু
তিন ছবিতে তিন নতুন মুখ নিয়ে হাজির হতে যাচ্ছেন শাকিব খান। শিগগিরই আনুষ্ঠানিকভাবে সেই ছবির নায়িকাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তিনটি ছবির মধ্যে একটি ছবির নাম ‘আগুন’। শোনা যাচ্ছে এই ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর প্রতিযোগিতার প্রথম রানার আপ জাহারা মিতু।
এই বিষয়ে জাহারা মিতু বলেন, ‘এই ছবিতে অভিনয়ের জন্য আমার সঙ্গে প্রাথমিক কথা হয়েছে। ছবির নির্মাতা ও প্রযোজক আনুষ্ঠানিকভাবে শিগগিরই হয় তো জানাবেন এ বিষয়ে। এখন এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না আমি।’ দেশ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘আগুন’ পরিচালনা করবেন বদিউল আলম খোকন। ছবির কাহিনি করছেন কমল সরকার, চিত্রনাট্য করছেন নির্মাতা খোকন নিজেই। ২১ অথবা ২২ জুলাই এফডিসিতে ছবিটির শুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে।

রোদেলা জান্নাত
শাকিব খানের বিপরীতে রোদেলা জান্নাত অভিনয় করেছেন ‘শাহেনশাহ’ ছবিতে। ছবির আরেক নায়িকা নুসরাত ফারিয়া। শাপলা মিডিয়ার ব্যানারে ছবিতে শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে প্রথম চুক্তিবদ্ধ হন নুসরাত ফারিয়া। প্রথমবারের মতো শাকিবের বিপরীতে নায়িকা হতে পেরে ফারিয়াও ভীষণ উচ্ছ্বসিত। অন্যদিকে প্রথম ছবিতে শাকিবের নায়িকা হয়ে রোমাঞ্চিত রোদেলা।

লিয়ানা লিয়া
হাবিব ওয়াহিদ, বেলাল খান, ইমরানের গানে মডেল হয়ে নজর কেড়েছেন তিনি। তিনি কাজ করেছেন ‘রংবাজ’ ছবিতে। এই লিয়ানাকে নিয়ে অনেক নাটকের জন্ম হয়েছিল। পাবনায় চলছিল ‘রংবাজ’-এর শুটিং। শুটিং বন্ধ করে দিয়ে ঢাকায় ফিরতে হয় লিয়ানাকে। পরিচালক শামীম আহমেদ রনীকে নিষিদ্ধ করে পরিচালক সমিতি। ছবির মূল নায়িকা শবনম বুবলি।
লিয়ানা করছেন স্যাক্রিফাইসিং চরিত্র। দ্বিতীয় নায়িকা হতে পারাটাকেই অনেক বড় পাওয়া মনে করেন লিয়া। ঢাকাতেই তার জন্ম। মা তাকে লিয়ানা বলে ডাকেন। কিন্তু সবাই সংক্ষেপে ডাকে লিয়া। তাই নামই রেখে দিয়েছেন লিয়ানা লিয়া।

আরিয়ানা জামান
সম্প্রতি মুক্তি পাওয়া ‘বীর’ ছবির মাধ্যমে বড়পর্দায় নতুন নায়িকা নিয়ে হাজির হয়েছেন শাকিব খান। তার প্রযোজনা প্রতিষ্ঠান হতে মুক্তি পাওয়া এই ছবির প্রধান নায়িকা বুবলি তবে দ্বিতীয় নায়িকা হিসেবে আছেন আরিয়ানা জামান। মডেলিং থেকে নায়িকা হয়ে অভিনয়ে আসলেন তিনি।

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget