“মুজিববর্ষের অনুষ্ঠানে মোদিকে নয় এরদোগানকে দেখতে চাই”

“মুজিববর্ষের অনুষ্ঠানে মোদিকে নয় এরদোগানকে দেখতে চাই”


সম্প্রতি ভারতের দিল্লিতে মুসলিমদের উপর ভয়াবহ সন্ত্রাসী আক্রমণ ও মসজিদ ভাঙ্গাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সোস্যাল মিডিয়া।
সোস্যাল মিডিয়ায় যে যেমন করে পারছে প্রতিবাদ গড়ে তুলছে।
এদিকে মুজিববর্ষের অনুষ্ঠানে মোদি বাংলাদেশে আসা না আসা নিয়ে ফেসবুকে তুমুল ঝড় উঠেছে।
সবাই বলছে মোদিকে বাংলাদেশে ডুকতে দেওয়া হবে না।
গতকাল ভিপি নুর বলেছে মোদি বাংলাদেশে আসলে রক্ত গঙ্গা বয়ে যাবে।
পাশাপাশি সোস্যাল মিডিয়ায় সবাই ঝড় তুলেছে মুজিববর্ষের অনুষ্ঠানে মোদিকে দেখতে চাই না, এর যায়গায় এরদোগানকে দেখতে চাই।
ফেসবুকে বিভিন্ন গ্রুপে এমন পোষ্ট দেখা যাচ্ছে এবং সবাই এই পোষ্ট প্রচুর শেয়ার দিচ্ছে।
ফেসবুকে বিশ্বের সর্ব বৃহৎ ইসলামি গ্রুপ ‘Islami jibon’ এই গ্রুপে দেখা যায় এমন একটি পোষ্টে মাত্র ৩২মিনিটে ১১হাজার লাইক পড়েছে।
এই পোষ্টের কমেন্টে দেখা যায় সবাই এর পক্ষে মন্তব্য করছে।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget