![]() |
সাবেক জাতীয় শ্রমিকলীগ নেতা আঃমন্নান গাজীর ৪ তম মৃত বার্ষিকী উপলক্ষে দূয়া মিলাতের আয়োজন ? |
রিপোটার মোঃ আসাদুজ্জামান কবির মল্লিক ও মোঃসোহেল রানা
সাবেক জাতীয় শ্রমিকলীগ নেতা আঃমন্নান গাজীর ৪ তম মৃত বার্ষিকী ।
২৪/০২/২০১৬ ইং তারিখ মধ্যরাতে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।
এখন ও মামলা চলমান, রায় হয়নি এখন ও ।
তার বড় ছেলে মোঃঅপু বলেন আমার বাবার হত্যা কারীদের সঠিক বিচার চাই।
তার মৃত বার্ষিকী উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ ৭নং লতাচাপলী ইউঃ শাখা দূয়া মিলাতের আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন লতাচাপলী ইউনিয় পরিষদের চেয়ারম্যান ও সাবেক শ্রমিকলীগ নেতা জনাব মোঃআনছার উদ্দিন মোল্লা।
জাতীয় শ্রমিকলীগ মহিপুর থানার সাবেক যুগ্ন আহবায়ক মোঃদুলাল হাওলাদার,
লতাচাপলী ইউনিয় শ্রমিকলীগ নেতা জাকির মল্লিক,
ইউঃ সদস্য জাফর উদ্দিন কুতুব,হারুন আর রশিদ ,ও স্বেচ্ছাসেবকলীগ নেতা জামাল,ও আবুল হোসেন প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন লতাচাপলী ইউনিয় ছাত্রলীগের নেতা কর্মীরা ও
সাধারণ জনগণ
তাদের সবার একটাই দাবী হত্যাকারীর অতিদ্রত বিচার চাই।
Post a Comment