এরমধ্যেই মহারাষ্ট্রের মুসলিমদের রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে ৫% সংরক্ষণ নিশ্চিত করতে বিল আনছে জোট সরকার। শুক্রবার ঘোষণা করেছেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী নবাব মালিক। বিধানসভার চলতি বাজেট অধিবেশনেই আনা হবে সেই বিল।
মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের নেতৃত্বে মহা বিকাশ জোট সরকার গত ৩ মাস ক্ষমতায়। শেষ ৯০ দিনে তিন শরিকের মধ্যে বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্ব বাঁধলেও, এই সরকার ৫ বছর চলবে, এমনটা জানিয়েছে তিন পক্ষই। এদিকে, এনসিপি নেতা তথা মন্ত্রী নবাব মালিক বলেছেন, শিক্ষার পাশাপাশি সরকারি চাকরিতে মুসলিম সংরক্ষণ নিশ্চিত করতে তারা আইনি পরামর্শ নিচ্ছেন।
এর আগে, আদালতের নির্দেশ থাকলেও পূর্বতন দেবেন্দ্র ফড়নবীশ সরকার এই সংরক্ষণ কার্যকর করেনি। মন্ত্রী নবাব মালিক বলেছেন, চেষ্টা হচ্ছে এই অধিবেশনের শেষে মুসলিমদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে সংরক্ষণ চালু করতে। ইতোমধ্যে শিক্ষা ও সরকারি চাকরিতে সংরক্ষণের জন্য ৫০% কোটা বেঁধে দিয়েছে শীর্ষ আদালত। সেই কোটা মেনেই এই ৫% শতাংশ বরাদ্দ হবে বলে খবর। মারাঠাদের জন্য সে রাজ্যে সরকারি চাকরি ও শিক্ষায় সংরক্ষণ প্রথা কার্যকর করা হয়েছিল।
গত বছর জুনে মহারাষ্ট্রের বিজেপি-শিব সেনা জোট সরকারকে মারাঠাদের জন্য সংরক্ষণ চালু করতে অনুমতি দিয়েছিল।কিন্তু সরকারি তরফে ১৬% সংরক্ষণের দাবি নিয়ে আবেদন করা হয়েছিল।তবে সেটা ১৩% করে ছিল আদালত।মারাঠা সংগঠনগুলোর দাবি ছিল, শীর্ষ আদালতের নির্দেশ মেনে ৫০% করা হোক সংরক্ষণ বরাদ্দ।
Post a Comment